গোয়া সফরের আগে বিজেপিকে পরাস্ত করতে সকলকে একজোট হওয়ার বার্তা মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ নির্বাচনে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বিতীয় লক্ষ্য গোয়া। চলতি মাসের ২৮ তারিখ দু’দিনের গোয়া সফর করবেন তৃণমূল সুপ্রিমো। তার আগে বিজেপিকে পরাস্ত করতে সকলকে একজোট হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

শনিবার সকালে দু’টি ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ২৮ তারিখ প্রথমবার গোয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিজেপিকে পরাস্ত করার জন্য সমস্ত ব্যক্তি, সংগঠন রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে আমজনতাকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে।

মমতা ট্যুইটে আরও লেখেন, যৌথভাবে সরকার গঠন করে আমরা গোয়ায় নতুন ভোরের সুচনা করব। গোয়ার জনগণের সমস্ত প্রত্যাশা পুরন করবে সরকার৷

উল্লেখ্য, কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও (Luizinho Felerio)। তাঁর হাত ধরেই একাধিক দল থেকে প্রচুর সংখ্যক নেতৃত্ব ইতিমধ্যেই তৃণমূলে আসতে শুরু করেছে ।আসন্ন বিধানসভা নির্বাচনে একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

শুধুমাত্র তাই-ই নয়, ২৪ এর নির্বাচনে মোদি বিরোধী শক্তি হিসাবে নিজেকে তুলে ধরতে বাংলার বাইরে সংগঠনে জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার পর গোয়া, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যের ক্ষমতা দখলের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির।

সম্পর্কিত পোস্ট