নবান্নে আগুন লাগার রিপোর্ট জমা পড়ল পূর্ত দফতরে

দ্য কোয়ারি ডেস্ক: পুজোর (Durgapujo) মধ্যে নবান্নের (Nabanna) ১৫ তলার ওপরের ছাদে আগুন (Fire) লাগা নিয়ে বিস্তারিত রিপোর্ট পূর্তদপ্তর থেকে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদির (H.K.Dwibedi) কাছে জমা দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে মোবাইল প্যানেলের (Mobile pannel) কিয়স্ক ঠান্ডা করার একজস্ট ফ্যানে আগুন লেগেছিল।

ছাদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেসরকারি মোবাইল সংস্থার কিয়স্ক। ফায়ার এলার্ম বাব্যস্থা নতুন করে ঢেলে সাজানো হবে। ১৫ দিন অন্তর নবান্নের পুরো বৈদ্যুতিক ব্যবস্থা খতিয়ে দেখা হবে। যাতে কোনোও ভাবেই আর এ ধরনের ঘটনা না ঘটে।

নবান্নের (nabanna) আধিকারিক, কর্মী আর রোজ আসা সাধারণ মানুষর মোবাইলের টাওয়ার পেতে যাতে অসুবিধা না হয়, তাই এই প্যানেল কিয়স্ক বসানো হয়েছিল।

প্রসঙ্গত নবান্নের ১৫ তলার ওপরের ছাদে একটি বেসরকারি সংস্থার মোবাইল প্যানেলে সপ্তমীর দিন দুপুরে আগুন লাগে। প্রশাসনিক সূত্রে খবর দুপুর বারোটা নাগাদ প্রথম ওই তলার ধোঁয়া বেরোতে দেখা যায়।

ধোঁয়া প্রথমে চোখে পড়ে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একের পর এক ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন।

দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জানা গিয়েছে, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়।

এসি-র কোনও পাইপ থেকে আগুন লাগে বলে দমকলের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হইয়েছিল। প্রশাসনের তরফে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্নের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সার্বিকভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট