আজ দেশের সাতটি টিকা নির্মাতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সদ্য টিকাকরণে ১০০ কোটির মাইলস্টোন পার করেছে ভারত। এরপরেই কোভিড টিকা(covid vaccine)নির্মাতা সংস্থাদের সঙ্গে বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় (Mansukh Mandviya) এবং ভারতী প্রবীণ পাওয়ারের (Bharati Prabin Pawar)৷

এদিন সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (serum institute of India), ভারত বায়োটেক(bharat biotech), ডঃ রেড্ডি ল্যাবরেটরি, জাইডাস ক্যাডিলা, বায়োলজিকাল ই, জেনোভা বায়োফার্মা, প্যানাসিয়া বায়োটেকের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

সূত্রের খবর, বৈঠকে টিকার উৎপাদন বাড়ানো এবং অন্যান্য দেশের জন্যেও টিকা প্রস্তুত করার ক্ষেত্রে নির্মাতা সংস্থাগুলিকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার অবধি ভারতে ভ্যাকসিন নিয়েছেন ১০১.৩০ কোটি মানুষ। প্রায় ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় এখনও অবধি টিকা পেয়েছেন৷ প্রায় ৯৩ কোটি মানুষ পেয়েছেন ভ্যাকসিনের ডবল ডোজ।

সম্পর্কিত পোস্ট