শুক্রবার হামলার ঘটনায় ত্রিপুরা ডিআইজির কাছে ডেপুটেশন জমা দিল তৃণমূল নেতৃত্ব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb) সহ তৃণমূল কর্মীদের ওপর হামলার পর শনিবার আগরতলায় ডিআইজির কাছে ডেপুটেশন জমা দিল তৃণমূল নেতৃত্ব।

শুক্রবার আগরতলা (agartala) থেকে ‘দিদির দূত'(didir dut) কর্মসুচী শুরু করে তৃণমূল (tmc)। কিন্তু আগরতলা থেকে কিছু দুরেই তৃণমূল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের ওপর হামলা চালানো হয়। গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন কয়েকজন তৃণমূল কর্মী।

সেই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা ডিআইজির আকছে ডেপুটেশন জমা দিল তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (santanu sen)।

এদিন সাংসদ সুস্মিতা দেব বলেন, আমরা স্পষ্ট করে গোটা ঘটনা জানিয়েছি। যারা যুক্ত ছিল তাঁদের নাম সহ চিঠি দিয়েছি৷ যা অভিযোগ হিসাবে নেওয়া হোক। আমরা কিছু ভিডিও জমা দিয়েছি যেখানে দেখা যাচ্ছে ঘটনার সঙ্গে কারা যুক্ত। আমরা প্রত্যক্ষদর্শীদের নাম জমা দিয়েছি। ”

তিনি বলেন, “আমরা চাইছি দোষিদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷ তবে যথাযথ সময়ে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ।”

তিনি আরও বলেন, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ওপর হামলা যখন চালানো হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। পুলিশ এভাবে দোষিদের নিরাপত্তা দেওয়ার কোনও মানে হয় না। তাই আমরা চাইছি দোষিদের শাস্তি দেওয়া হোক।

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Tripura assembly Election) সামনে রেখেই ত্রিপুরায় প্রচারপর্ব শুরু করেছে তৃণমূল। তার আগে নভেম্বর মাসে পুরসভা নির্বাচনে জোর দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব৷ ৪ নভেম্বর ত্রিপুরায় উপস্থিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকেই আগামী দিনের রোডম্যাপ ঠিক করবে তৃণমূল নেতৃত্ব।

সম্পর্কিত পোস্ট