জম্মু-কাশ্মীরে অমিত শাহ, দেখা করলেন মৃত পুলিশকর্মীর পরিবারের সঙ্গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার তিন দিনের জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সফরে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেখা করলেন চলতি বছরে জঙ্গিদের গুলিতে শহীদ পুলিশকর্মী পারভেজের পরিবারের সঙ্গে। পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

চলতি বছরের জুন মাসেই জঙ্গিদের গুলিতে পারভেজের মৃত্যু হয়। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, প্রয়াত পুলিশ কর্মীর স্ত্রী ফাতিমার সঙ্গে দেখা করে তাঁকে চাকরির কাগজপত্র তুলে দেন অমিত শাহ।

এদিন জম্মু-কাশ্মীরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি, সাধারণ মানুষের মৃত্যু এবং অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধিকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, কীভাবে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও জঙ্গিরা ভারতের মাটিতে অনুপ্রবেশ করতে পারে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে জম্মু-কাশ্মীরে মৃত্যু হয়েছে ৩২ জন নাগরিকের। গত বছর মৃত্যু হয়েছে ৪১ জনের। কেন্দ্রের তরফে বারবার বলা হচ্ছে জম্মু-কাশ্মীরে সমস্ত কিছু সঠিক রয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে একের পর এক সংখ্যালঘু এবং অন্যান্য রাজ্যের মানুষের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্র।

জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথমবার উপত্যকায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী তিন দিন গোটা উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি।

সম্পর্কিত পোস্ট