বারাবাঙ্কি থেকে ‘প্রতিজ্ঞা যাত্রা’র প্রতিশ্রুতির ফুলঝুড়ি প্রিয়াঙ্কার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার উত্তরপ্রদেশের বারাবাঙ্কি থেকে কংগ্রেসের প্রতিজ্ঞা যাত্রার (Pratigya Yatra) সুচনা করলেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। সেই মঞ্চ থেকেই চাকরী, মহিলাদের জন্য বিশেষ সুবিধা, কৃষি ঋণ মুকুব সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা করলেন তিনি।
এদিন উত্তরপ্রদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, দ্বাদশ শ্রেণী পাস মেয়েদের জন্য একটি করে ফোন এবং স্নাতক পাশ মহিলাদের জন্য একটি করে ই-স্কুটি। ক্ষমতায় এলে গরীব পরিবারের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হবে। ইলেকট্রিক বিলে ছাড় মিলবে। সেইসঙ্গে কৃষকদের কথা মাথায় রেখে কৃষি ঋণ মুকুব সহয়া একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন প্রিয়াঙ্কা।
আগামী ১ তারিখ অবধি চলবে এই প্রতিজ্ঞা যাত্রা। উত্তরপ্রদেশের তিন জায়গায় যাত্রা করবে কংগ্রেস। বারাবাঙ্কি থেকে বুন্দেলখণ্ড অবধি দায়িত্বে থাকবেন পিএল পুনিয়া (PL Punia)। সাহারানপুর থেকে মথুরা অবধি দায়িত্বে থাকবেন প্রদীপ জৈন আদিত্য (Pradip Jain Aditya) । বারাণসী থেকে রায় বারেলী অবধি প্রতিজ্ঞা যাত্রার দায়িত্বে থাকবেন প্রমোদ তিওয়ারি (Pramod Tiwari)।
প্রায় ১২ হাজার কিলোমিটার ধরে ‘প্রতিজ্ঞা যাত্রা’ চলাকালীন একাধিক জায়গায় সভা করবেন প্রিয়াঙ্কা। এছাড়াও দায়িত্বে থাকবেন প্রমোদ কৃষ্ণম এবং সালমান খুরশিদও (Salman Khurshid)। একাধিক জায়গায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করবেন তাঁরা।
২০২২ এর নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস (Congress) ৷ প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখেই লড়াই করতে চাইছেন ২৪ নম্বর আকবর রোডের নেতারা। আর এবার জাত পাতের থেকেও বেশী জোর দিচ্ছেন মহিলা উন্নয়নে। উত্তরপ্রদেশের লড়াই থেকেই স্থির হতে চলেছে ২৪ এর ভবিষ্যত৷ নির্বাচনী ময়দানে কতটা সক্ষম হবে কংগ্রেস? সেটাই দেখার।