IND vs PAK: বিরাটদের বিরুদ্ধে ১২ জনের দল ঘোষণা করল পাকিস্তান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার মরুপ্রদেশে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। শনিবার বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে দল ঘোষণা করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)৷ তরুণদের সঙ্গে মেলবন্ধনে থাকছেন মহম্মদ হাফিজের মতো খেলোয়াড়রা।

আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা মহম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের (Shoaib Malik) সবথেকে বেশী। তাই মাঠে তাঁদের উপস্থিতি অধিনায়ক বাবরের কাজ অনেকটা কমিয়ে দিতে পারে৷

দলে থাকছে ২১ বছর বয়সী পেস বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi) । পাকিস্তান সুপার লিগের পর গত দুই ম্যাচে চার উইকেট পাওয়া শাহিন পাকিস্তানের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড়। শাহিনের সঙ্গে দলে থাকছেন হাসান আলি। দুবাইয়ের পিচে হাসানের বোলিং ভারতকে চাপে ফেলতে পারে। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

প্রায় দু’বছর পর দুবাইয়ের মাটিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। তবে পাকিস্তানকে এত সহজে জায়গা ছেড়ে দেবে না টিম কোহলি। এমনিতেও টি-টোয়েন্টি ফর্মাটের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মেইন ইন ব্লুজ।

টিম পাকিস্তানঃ বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাম ওয়াসিম, শাহাদাব খান, হাসান আলি, হায়দার আলি, হ্যারিশ রোফ এবং শাহিন আফ্রিদি।

সম্পর্কিত পোস্ট