পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত দুই পুলিশকর্মী সহ এক জওয়ান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবারের সকালেও জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) পুঞ্চে(Poonch) জারি সেন-জঙ্গি সংঘর্ষ। দু’পক্ষের লড়াইয়ে আহত দুই পুলিশকর্মী সহ এক নিরাপত্তারক্ষী।

সূত্রের খবর, ঘটনায় এক জঙ্গিও আহত হয়েছে বলে জানা গিয়েছে৷ জিয়া মুস্তফা (Zia Mustafa) নামের ওই জঙ্গি বেশ কয়েকদিন ধরে পুলিশের হেফাজতে ছিল৷ তাঁর ঠাঁই হয়েছিল কোটা বালওয়াল জেলে। গুলির লড়াইয়ের মাঝে ওই জঙ্গিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

পুলিশ সূত্রের খবর, রবিবার এই নিয়ে ১৪ দিন অভিযান চালালো নিরাপত্তারক্ষীরা। এদিন সকালেও পুঞ্চ জেলার একাধিক জঙ্গলে অভিযান চালায় তাঁরা৷ নিরাপত্তারক্ষীদের উপস্থিতির আঁচ পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আহত হন দুই পুলিশ কর্মী সহ এক জওয়ান।

গত ১৪ দিন ধরে একটানা অভিযান চালাতে শুরু করেছে নিরাপত্তা কর্মীরা৷ পুঞ্চের জঙ্গলে একাধিক হামলার খবর উঠে আসছে বারবার। ঘটনায় শহীদ হয়েছেন ৯ সেনা জওয়ান।

সেনাকর্মীদের সহযোগীতার জন্য ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। জঙ্গিদের সমস্ত সুবিধা দেওয়ার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ৷ চলছে জিজ্ঞাসাবাদ।

সম্পর্কিত পোস্ট