তীব্র শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: প্রবল শ্বাসকষ্টের কারণে সোমবার হাসপাতালে ভর্তি করা হল পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়কে (Subrata Mukherjee)। এসএসকেএমের (SSKM) কার্ডিওলজি(Cardiology) বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহুর্তে আইসিইউতে (ICU) রয়েছেন তিনি।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখ্যোপাধ্যায়। রবিবার চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু সোমবার পরিস্থিতি বেগতিক হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। সকালের পর থেকে এখন পঞ্চায়েত মন্ত্রীর শারিরীক অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইতিমধ্যেই সেই বোর্ড বৈঠক শুরু হয়েছে। সুব্রত মুখ্যোপাধ্যায়ের বয়সের কথা মাথায় রেখে কী কী ব্যবস্থা নেওয়া যায় তাই আলোচনা করবেন চিকিৎসকরা।

উল্লেখ্য, এমনিতেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন সুব্রত মুখ্যোপাধ্যায়। পুজোর সময় অসুস্থতা নিয়ে ঘুরে বেড়িয়েছেন। সোমবার সমস্যা আরও বাড়ার কারণে ফের উদ্বেগ বেড়েছে।

সম্পর্কিত পোস্ট