জেনে-বুঝেই গোয়া দখলে ঝাঁপিয়েছেন মমতা, ‘পিপলস্ চার্জশিট’ কর্মসূচির মাধ্যমে শুরু প্রচার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোয়ার নির্বাচনী প্রচারের ঘন্টা বেজে গেছে। পশ্চিম উপকুলবর্তী রাজ্যে এবার রাজনৈতিল বদল আনতে চলেছে তৃণমূল (AITC)। প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিওর (Luizinho Felerio) হাত ধরে আরব সাগরের পাড়ে চলছে ঘাসফুলের বিস্তার।

নির্বাচনী প্রচারের ঘন্টা বাজিয়ে গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল ঘাসফুল শিবির৷ গোয়ার পানাজির আজাদ ময়দানে হয় এই কর্মসূচি। এর আগে আজ গোয়া কর্তৃপক্ষ হঠাৎ তৃণমূলের কর্মসূচির বাধা দেয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে চারদিন আগে অনুমতি দেওয়ার পরও হঠাৎ করেই অনুমতি বাতিল করা হয়েছে।

তাই পানাজির আজাদ ময়দানে ধর্নায় বসে গোয়া তৃণমূল নেতারা। ২০২২-এর ফেব্রুয়ারিতে ভোট। তার লক্ষ্যে তৃণমূল এখন থেকেই প্রচার শুরু করে দিতে চাইছে। সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করল তৃণমূল।  উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy), মহুয়া মৈত্র (Mohua Moitra) ও বাবুল সুপ্রিয়রা (Babul Supriya)।

১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, প্রশাসনিক বৈঠকে ঘোষণা মমতার

তৃণমূলে যোগদানের পর এই প্রথমবার ভিন রাজ্যের প্রচারে বাবুলকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। সেইসঙ্গে সোমবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়া তৃণমূল কর্মী সদস্যরাও।

ইতিমধ্যে গোয়ায় কংগ্রেসকে ভেঙে তছনছ করে দিয়েছে তৃণমূল। পুরো তৃণমূল ঝাঁপিয়ে পড়েছে পশ্চিম ভারতের ছোট রাজ্য গোয়ায়। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ও ২৮ অক্টোবরে আসছেন গোয়া অভিযানে।

২০১৭ সালের নির্বাচনে গোয়ায় কংগ্রেস ছিল বৃহত্তম দল। ৪০ আসনের গোয়ায় কংগ্রেস জিতেছিল ১৭ আসনে। আর বিজেপি পেয়েছিল ১৩টি আসন। বিজেপি দলবদলের খেলা চালিয়ে কংগ্রেসকে ভেঙে সরকার গঠন করে। বর্তমানে গোয়ায় বিজেপি ১৩ থেকে বেড়ে ২৭ হয়ে গিয়েছে। কংগ্রেস ১৭ থেকে কমে ৫। কংগ্রেসের এই ব্যর্থতাকেই তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গোয়ায় সাম্রাজ্য বিস্তার করতে চাইছে।

সম্পর্কিত পোস্ট