পাঁচ মাসের আগে বিজেপি প্রার্থী, উপনির্বাচনে প্রচার করছেন তৃণমূলের হয়ে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঁচ মাস আগে তিনি ছিলেন বিজেপি প্রার্থী (BJP)। গোসাবার প্রার্থী জয়ন্ত নস্করের (Jayanta Naskar) বিরুদ্ধে লড়াই করে হেরেছিলেন ২৪ হাজার ভোটে। এখন উপনির্বাচনে (Westbengal ByElection) প্রচার করছেন তৃণমূলের (TMC) হয়ে। গোসাবার (Gosaba) উপনির্বাচনে জোর সমালোচনা বরুণ প্রামাণিককে (Barun Pramanik) ঘিরে।
কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে এসে তিনবারের বিধায়ক হয়েছিলেন জয়ন্ত নস্কর। এলাকার জনপ্রিয় দাপুটে নেতা বলেই পরিচিত ছিলেন তিনি। তার আমলে গোসাবার গোষ্ঠিদ্বন্দ্ব বলে কিছু ছিল না৷ কিন্তু ২১ এর বিধানসভা নির্বাচনের পর কোভিড (Covid19) বর্ষীয়ান রাজনীতিবীদের প্রাণ কেড়ে নেয়। তাঁর মৃত্যুর পর গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেয়।
গোয়ার রাজনীতিতে নতুন সমীকরণ, তৃণমূলের সঙ্গে জোটের সুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর গলায়
জয়ন্ত নস্করের পর প্রার্থী কে হবেন তা স্থির করতে গিয়েই গোলমাল করে ফেলেন হাইকম্যান্ড। এরপর ঠিক হয় সর্বক্ষণের রাজনৈতিক কর্মী সুব্রত মণ্ডলকে প্রার্থী করা হবে। এরই মধ্যে তৃণমূলে কামব্যাক করেন বরুণ প্রামাণিক।
তাঁর কথায়, জয়ন্ত নস্করের সঙ্গে সাময়িক বিবাদের কারণেই দল ছেড়েছিলেন তিনি। তার মৃত্যুর পর বিবাদের আর কোনও অস্তিত্ব নেই। তাই তৃণমূলে ফিরে এসেছেন। এখন গোসাবার শূন্য আসনে তৃণমূল প্রার্থীকে বিধানসভায় পাঠাতে চান৷
বিধানসভা নির্বাচনে গোসাবা কেন্দ্র থেকে তৃণমূল জয়ী হলেও বিজেপির ভোট বেড়েছে অনেকটাই। দ্বীপাঞ্চলের সমস্যা, কংক্রিটের বাঁধ এবং পানীয় জলের সমস্যার ইস্যুকে হাতিয়ার করে এবারেও নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। কিন্তু বরুণ প্রামাণিক এবং তাঁর কর্মীদলের তৃণমূলে ঘর ওয়াপসির কারণে অনেকটাই ব্যাকফুটে বিজেপি।