নভেম্বরের প্রথম দিন থেকেই বসছে বিধানসভার অধিবেশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১ নভেম্বর থেকে বসছে বিধানসভার (Assembly) অধিবেশন। চলবে ১৮ তারিখ অবধি। ওই দিন বিধানসভার অধিবেশন শুরুর আগে কার্যকরি কমিটি এবং সর্বদলীয় বৈঠক। এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)।

সোমবার অধিবেশন নিয়ে বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আসতে পারে কতগুলি গুরুত্বপূর্ণ বিল। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুই শত জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা হবে তাঁকে নিয়েও।

পাঁচ মাসের আগে বিজেপি প্রার্থী, উপনির্বাচনে প্রচার করছেন তৃণমূলের হয়ে

১ তারিখ থেকে অধিবেশন শুরু হলেও দীপাবলী, ছট, জগদ্ধাত্রী পুজোর ছুটি রয়েছে ওই সময়। ফলে অধিবেশন চলতে পারে সাত থেকে আট দিন। বাজেট অধিবেশনের পর হঠাৎ করে বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভবানীপুরে জয়ের জন্য পরিষদীয় দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আলাদা করে সংবর্ধনা দেওয়া হতে পারে।

রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিধানসভার অধিবেশনে নতুন কোনও কোভিড প্রটোকল থাকবে কী না তা জানানো হয়নি।

সম্পর্কিত পোস্ট