মমতার গোয়া সফরের আগেই ছেঁড়া হল পোস্টার, কালি ছবিতে
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: ২৮ তারিখ গোয়া যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তার আগেই ছিঁড়ে ফেলা হল তৃণমূলের একাধিক হোর্ডিং, পোস্টার। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
গোয়া নির্বাচনের আগে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই গোয়ার একাধিক জায়গায় ছিঁড়ে ফেলা হল তৃণমূলের হোর্ডিং পোস্টার। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brayen) ।
গোটা বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট করেন তিনি। তিনি লেখেন, এতদিন ধরে গোয়ায় সমস্ত রাজনৈতিক দলকে প্রচার করতে দেওয়া হত। মানুষের সামনে তাঁদের কথা তুলে ধরতে দেওয়া হত। কিন্তু তৃণমূলের আগমণে বিজেপি এতটাই ভীত সন্ত্রস্ত যে তাঁরা হোর্ডিং ভাঙতে শুরু করেছে।
মাত্র ২৩ জন প্রত্যক্ষদর্শী! লখিমপুর খেরির ঘটনা নিয়ে ফের অসন্তুষ্ট আদালত
উল্লেখ্য, বাংলায় বিজেপির জয়ের রথ আটকে দিয়েই জাতীয় রাজনীতিতে পা বাড়িয়েছে তৃণমূল। আসন্ন চার রাজ্যের নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র গোয়া নয়, এমনকি উত্তরপ্রদেশেও প্রচারে যাবেন তিনি। প্রধানমন্ত্রী মোদির লোকসভা কেন্দ্রে প্রচার করবেন তিনি। আগামী দিনে তৃণমূলের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মোদি বিরোধী জোট গড়ে তোলা৷ তার কাজ এখন থেকেই সারতে চাইছে ঘাসফুল শিবির।