গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্যান্সারের (Cancer) মতো প্রাণঘাতী রোগের প্রকোপ কমাতে রাজ্য সরকার (Westbengal Govt) গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিল। রাজ্যে গুটখা ও পান মশলার বিক্রি, মজুদ ও বণ্টন আরও এক বছর নিষিদ্ধ বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।
আগামী ৭ নভেম্বর থেকে নতুন মেয়াদের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে। এক বছর আগে গুটখা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ করা হয়। সেই মেয়াদ শেষের আগেই নতুন নির্দেশিকা জারি করা হল।নির্দেশিকায় বলা হয়েছে, গুটখা ও বিভিন্ন রকম পান মশলা যার মধ্যে নিকোটিন (Nicotine) বা তামাকজাত উপাদান রয়েছে এবং যেগুলি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর, রাজ্যে সেগুলির বিক্রি আগামী এক বছর নিষিদ্ধ।
হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা, জারি নির্দেশিকা
এই সময়ের মধ্যে গুটখা ও পান মশলা উৎপাদন, মজুত, বণ্টন ও বিক্রি করা যাবে না। তবে এই প্রথম নয় এর আগেও গত এক বছরের জন্য রাজ্য সরকারের তরফ থেকে তামাকজাত পদার্থের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।