মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের গোয়া সফরে রয়েছে একাধিক চমক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার তিন দিনের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরব সাগরের পশ্চিম উপকুলের একাধিক ঠাসা কর্মসূচি। দেখা করবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। কাদের সঙ্গে দেখা করবেন মমতা? কারা তৃণমূলে যোগদান করবেন রয়েছে চমক।
বৃহস্পতিবার বিকেলেই বাগডোগরা থেকে পানাজি বিমানবন্দরে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে গোয়াতে উপস্থিত হয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তিন মাস আগে থেকেই গোয়ায় গিয়ে বাড়ি ভাড়া নিয়ে ডেরেক ও’ব্রায়েন (Derek O Brayen) । একদিন আগে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)।
শোনা যাচ্ছে মমতার এই সফরে তৃণমূলে যোগদান করতে চলেছেন তিন বিধায়ক। এছাড়াও তৃণমূলের সঙ্গে যুক্ত হতে পারেন লাকি আলি (Lucky Ali) , নাফিসা আলি এবং রেমো ডিসুজারা (Remo D’Souza)। বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকরের (Barsha Usgaonkar) তৃণমূলে যোগদান ঘিরে ব্যাপক জল্পনা চলছে। যোগদানের জল্পনা চলছে ফুটবলার অ্যালভিটোকে (Alvito) ঘিরেও।
২১ এর নির্বাচনের পর তৃণমূলের প্রধান লক্ষ্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্বাচনী লড়াই। সেখান থেকেই ২৪ এর নির্বাচনে প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে তুলে ধরা। সেকারণেই আরব সাগরের উপকুলে বেড়েছে ঘাসফুলের চাষ। তৃণমূলের ক্রমাগত সখ্যতা বাড়ছে গোয়া ফরওয়ার্ড পার্টির (Goa Forward Party) সঙ্গে। তাই আগামী দিনে গোয়াতে তৃণমূলের সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।