পুনরায় রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে নির্বাচিত হলেন শক্তিকান্ত দাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরও তিন বছর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve bank of India) গর্ভনর পদে থাকবেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। শুক্রবার একথা জানিয়েছে কেন্দ্রীয় নিয়োগ কমিটি।
এর আগে আরবিআইয়ের (RBI) গভর্নর পদে নিযুক্ত ছিলেন উর্জিত প্যাটেল। কিন্তু তাঁর ইস্তফার পরেই সেই পদে নিযুক্ত হন শক্তিকান্ত দাস। চলতি বছরের ডিসেম্বরেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্র।
২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷ সেই সময় সচিব পদে থেকে সরকারের একাধিক বিষয় সামলেছেন তিনি৷ এর পরেই আরবিআইয়ের গর্ভনর পদে নিযুক্ত হন তিনি। ২০১৮ সালের শেষ দিকে নিযুক্ত করা হয়। শুক্রবার তাঁর মেয়াদ বেড়েছে ২০২৪ সালের ডিসেম্বর অবধি।
এর আগে আরবিআই গভর্নর পদ থেকে ইস্তফা দেন রঘুরাম রাজন(raghuram Rajan) এবং উর্জিত প্যাটেল (Urjit patel)। এই প্রথমবার মোদি সরকারের (narendra modi) আমলে কোনও আরবিআই গভর্নরকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।