ত্রিপুরায় তৃণমূলের ওপর একাধিকবার হামলা, সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুস্মিতা দেব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় (Tripura) তৃণমূলের (TMC) ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। আহত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী। অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির (BJP) বিরুদ্ধে। তাই কর্মীদের সুরক্ষার দাবীতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হচ্ছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb)।

আদালতকে দেওয়া লিখিত আবেদনে জানানো হয়েছে, ২৫ নভেম্বর ত্রিপুরায় আগরতলার (Agartala) পুরসভা নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচন ছাড়াও ১৩ টি পুরসভার নির্বাচন রয়েছে। কিন্তু প্রচারে বের হতেই হামলা চালানো হচ্ছে প্রার্থীদের ওপর। তাই প্রার্থীদের সুরক্ষার দাবী চাইছেন তিনি।

২৪ এ মোদিকে জেতাতে ২২ এ ভোট দিন যোগীকেঃ অমিত শাহ

এর আগে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যপালের কাছেও তৃণমূল প্রার্থীদের সুরক্ষার দাবী জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। একইসঙ্গে অভিযুক্তদের শাস্তির দাবীও জানিয়েছেন তাঁরা৷

উল্লেখ্য, ২৩ এ ত্রিপুরার বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে একাধিক পুরসভা নির্বাচনে জল মাপতে চাইছে তৃণমূল। সমস্ত জায়গাতেই প্রার্থী দিতে চাইছেন সুবল ভৌমিকরা। পুরসভা নির্বাচনকে সামনে রেখেই ৩১ তারিখ ত্রিপুরায় উপস্থিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।

সম্পর্কিত পোস্ট