ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বিজেপি, স্বার্থপর ভিন দলের নেতাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ, সাফ বার্তা পাপিয়ার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামনেই শিলিগুড়ির (Siliguri) পুর ও মহকুমা পরিষদের নির্বাচন। তার আগে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরবঙ্গ (Northbengal) সফরের পর পরই নিজেদের ঘর গোছাতে তৎপর তৃণমূল কংগ্রেস।
কিন্তু যারা যারা এই মূহুর্তে তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করলে দলের চাইতে তাদের ব্যক্তিগত লাভই বেশি করে হবে, তাই সেরকম ভিন দলের দলত্যাগী নেতা, কর্মীদের আপাতত ব্রাত্য করে রেখে দলকে সমৃদ্ধ করার মত নেতা কর্মীদেরই আপাতত দলে যোগ করাতে চাইছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। আগামীদিনে দলের প্রতি নিষ্ঠা এবং প্রয়োজনীতার নিরিখে তাদেরও দল নেওয়া হবে বলে শুক্রবার এক সাংবাদিক সন্মেলন করে জানালেন জেলার তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ (Papiya Ghosh)।
আগামী বছরের গোড়ার দিকে সম্ভবত শিলিগুড়ি পুর নিগম ও মহকুমা পরিষদের নির্বাচন। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল উত্তরবঙ্গ থেকে তেমন একটা আশাপ্রদ ফল করতে পারেনি। শিলিগুড়ি সহ অধিকাংশ আসনেই বিজেপি’র জয় জয়কার। শাসক দলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি।
এমতাবস্থায় জেলায় দলের লাগাম এসেছে পাপিয়া ঘোষের হাতে। তাই দলের আসন বাড়াবার পাশাপাশি দলকে সমৃদ্ধ করতে একপ্রকার চাপের মধ্যেই দলের যথোপযুক্ত নেতা, কর্মীর বৃদ্ধিতে বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে চাইছেন তিনি।
বিরল প্রজাতির ‘কুমির মাছ’, খালের ঘাটে উপচে পড়া ভীড়
অহেতুক বেনোজলকে কার্যত বাইপাস করেই চলতে চাইছেন তিনি। সেকারণে ভিন দল থেকে ত্যাগ করা নেতা, কর্মীদের কয়েকটি স্তরের ছাকনিতে ছেঁকেই দলের জন্য উপযোগী ও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মত নেতা কর্মীদেরই আপাতত তৃণমূল কংগ্রেসে যোগ করাতে চাইছেন তিনি।
অযথা স্বার্থান্বেষি দল ত্যাগীদের ভিড় আপাতত এড়িয়ে চলতেই বেশি পছন্দ করছেন পাপিয়া দেবী। ফলত, এদিন সাংবাদিকদের স্পষ্টতই জানিয়ে দিলেন তার এবং তার দলের মনোভাবের কথা।
তিনি জানান, নির্বাচন পরবর্তি রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসিন হওয়ার পর জেলা থেকে বহু ভিন দলের দলত্যাগী নেতা কর্মীদের আবেদন এসেছে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করে। কিন্তু তাদের মধ্যে বেশ কয়েক জনকে ইতিমধ্যেই দলে নিয়ে নেওয়া হয়েছে। পুজোর পর আরও বাকিদের যোগ দান করানো হবে।
তাঁর কথায়,কিন্তু এই মূহুর্তে দলের স্বার্থে যারা বা যাদের দলের জন্য ভীষনই উপযোগী তাদের এখন যোগদান করানো হচ্ছে। আপাতত দলকে শ্রীবৃদ্ধি, সমৃদ্ধ করার মত ছয় সাতজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও জানান বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের কর্মযোগ্য সামিল হতেই তারা তাদের দল ত্যাগ করে আসতে চাইছেন। সেইমত বহু আবেদনও জমা পরেছে তাদের কাছে। কিন্তু দল ও নেতৃত্বের বেশ কয়েকটি স্তরে ঝাড়াই বাছাই, স্কুটনির পরই দলের উপযোগীদেরই দলে নেওয়া হচ্ছে।
ফলত, আগামী যেকোন নির্বাচনে শিলিগুড়ি তথা দার্জিলিং জেলাতে নিজেদের শ’শতাংশ অস্বিত্ব কায়েম করার পাশাপাশি বিজেপি’কে টেক্কা দিতে বদ্ধ পরিকর জেলা তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহল।