বদলাতে হবে অভিষেকের সভাস্থল, তৃণমূলকে চিঠি ত্রিপুরার প্রশাসনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩১ অক্টোবর ত্রিপুরায় জনসভার কথা ছিল তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কিন্তু একদিন আগেই সুচি বদলের জন্য ত্রিপুরা তৃণমূলকে (AITC Tripura) চিঠি দিল প্রশাসন। রবিবার আরও একবার আবেদন জমা দেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে৷ একদিন আগে সুচি বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর।
রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে সভার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ ইতিমিধ্যেই ওরিয়েন্ট চৌমহনী অবধি সমস্ত প্রস্তুতি সেরে রেখেছে ঘাসফুল শিবির। বিমানবন্দর থেকে ভরে গিয়েছে তৃণমূলের পোস্টার।
রবিবারের সভা থেকে ত্রিপুরার বিপ্লব দেবের বিরুদ্ধে সুর চড়াতে চেয়েছিল তৃণমূল। কিন্তু তার আগেই প্রশাসনের সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল নেতৃত্বের৷ উপস্থিত রয়েছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক (Subal Bhowmick) এবং সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb)।
পুলিশের তরফে চিঠিতে কোভিড পরিস্থিতির কথা বলা হয়েছে৷ এছাড়াও রবিবার রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে পুলিশ অন্য জায়গায় ব্যস্ত থাকবে। তাই তৃণমূলের সভায় সুরক্ষা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন।