২৯ নভেম্বর ভোট অর্পিতার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে, তৃণমূলের বাজি লিয়েন্ডার পেজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অর্পিতা ঘোষের (Arpita Ghosh) ছেড়ে যাওয়া রাজ্যসভার (Rajya Sabha) আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ২৯ নভেম্বর ভোট হবে।

উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন। সকাল ৯টা থেকে ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ। ওই দিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে। কমিশন রবিবার একটি নির্দেশিকায় জানিয়েছে, ৯ নভেম্বর রাজ্যসভা উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। ১৭ তারিখ মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে। ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ২৯ নভেম্বর ভোটগ্রহণ হবে।

তৃণমূলের একটি সূত্র মারফত জানা গিয়েছে রাজ্যসভার এই আসনে প্রার্থী করা হতে পারে সদ্য গোয়াতে তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজকে। ১৮ টি গ্র্যান্ড স্ল্যাম ছাড়াও দেশের হয়ে একটি অলিম্পিক পদ জিতেছেন।

জোর করে কৃষকদের সরানো হলে সরকারী অফিসগুলি সবজি বাজারে পরিণত হবে: রাকেশ টিকায়িত

গোটা বিশ্ব তাঁকে চেনে টেনিস তারকা হিসেবে। সেই লিয়েন্ডার পেজ শুক্রবার নতুন ইনিংস শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভেস পেজের ছেলে।

শনিবার টুইট করে লিয়েন্ডার জানিয়েছিলেন,  মানুষের সেবা করতে নিজের শিকড়ে ফিরেছি। আগামীর যাত্রাপথের দিকে তাকিয়ে রয়েছি। তৃণমূল সূত্রে খবর, দলের হয়ে অন্য রাজ্যেও প্রচারে যেতে পারেন লিয়েন্ডার। তবে এখনো পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট নয়।

উল্লেখ্য,  চলতি বছর সেপ্টেম্বর মাসে তৎকালীন তৃণমূল সাংসদ অর্পিতা ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার পর থেকেই আসনটি ফাঁকা রয়েছে।

সম্পর্কিত পোস্ট