৩১ অক্টোবর: ৯ মাসের মাথায় মোহভঙ্গ, “অভিষেক আসছে, বিপ্লব দেব কাঁদছে”- স্লোগানে ঝড় রাজীবের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ৩১ জানুয়ারি হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। স্লোগান তুলেছিলেন ‘চলো পাল্টাই’। সেইসঙ্গে ডবল ইঞ্জিন সরকারের ডাক দিয়েছিলেন তিনি।

৯ মাসের মাথায় মোহভঙ্গ হয়েছে তাঁর। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা সভায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কার্যত তুলোধোনা করে তৃণমূলের ফিরলেন অভিমানী রাজীব। স্বীকার করে নিলেন তিনি অনুতপ্ত। ভুল করেছিলেন দলত্যাগ করে। বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কর্ণপাত না করে চলে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। যা তাঁর জীবনের চরমতম ভুল বলে স্বীকার করে নিলেন জনগণের সামনে।

“অভিষেক আসছে, বিপ্লব দেব কাঁদছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনে বিজেপির বিসর্জন নিশ্চিত।” কার্যত এই স্লোগানে ত্রিপুরার মাটি থেকে ঝড় তুললেন তিনি। একইসঙ্গে তিনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কৃতজ্ঞ তাকে ফিরিয়ে আনার জন্য।

‘মেগা কামব্যাক’ , অভিষেকের হাত ধরে ভুল শুধরে ঘাসফুলে সামিল রাজীব

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন ভাঁওতাবাজি দিয়ে ভুল বুঝিয়ে তাঁকে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। যোগদানের সময় যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তার কোনটাই বাস্তবায়ন করার কোন পরিকল্পনায় তাদের মধ্যে দেখা যায়নি।

পাশাপাশি বিজেপির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, আমি ভাবছি এতো ভয় কিসের? ভয় কখন হয়? যখন গদি টলমল হয়। আজ ত্রিপুরায় গদি টলমল হয়ে গেছে তাই এত ভয় পাচ্ছেন।

বিজেপিকে নিশানা করে রাজীব বলেন, “তখনও বলেছিলাম মানুষের জন্য কাজ করতে চাই। তখন আমাকেও ‘রোজি স্বপ্ন’ দেখানো হয়েছিল। বলা হয়েছিল মানুষের জন্য করা করতে চাইলে ভারতীয় জনতা পার্টি করবেন। নানারকম কথা বলা হয়েছিল। আমি সত্যি যখন দলে ঢুকেছি দলে তখন অনেক উন্নয়ন, শিল্পের কথা বলা হয়েছিল। আমি যে ভুল করেছি, চাই না সারা ভারতবর্ষের মানুষ ওই ভুলটা করুক। আর যেন কেউ ভারতীয় জনতা পার্টি না করে সেটা বলার জন্য মঞ্চে মাইকটা নিয়েছি।”

সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকেও কটাক্ষ করেন তিনি। রাজীব বলেন , “সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হয়েছিল। আজ কেন্দ্রীয় নেতাদের সাহস থাকলে বুকে হাত দিয়ে বলুন, আমি বলেছিলাম দ্রব্যমূল্য হ্রাস করতে হবে। পেট্রল ও ডিজেল ও গ্যাসের দাম কমাতে হবে। খালি বলেছিল হচ্ছে, হবে…”।

সম্পর্কিত পোস্ট