প্রচারে যাচ্ছেন মমতা, অথচ প্রার্থী হচ্ছেন না অখিলেশ
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সাড়ে তিন মাস আগে থেকেই বাড়ছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) রাজনৈতিক উত্তাপ। প্রচারে নেমেছে সমস্ত দল৷ প্রত্যেক দিন তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ (political equation)। এরই মধ্যে সমাজবাদী পার্টি (Samajwadi party Cheif) প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ঘোষণা আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি।
২৪ এর নির্বাচনের আগে ২২ এর উত্তরপ্রদেশ নির্বাচন আসলে লিটমাস টেস্ট। এ রাজ্য থেকে দিল্লির পুর্বাভাস মেলে। কিন্তু সেই নির্বাচনেই প্রার্থী হচ্ছেন না অখিলেশ! অখিলেশের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে৷
কারণ, উত্তরপ্রদেশে বিজেপিকে টক্কর দেওয়ার জন্য সাংগঠনিক এবং রাজনৈতিক অনুকুল পরিবেশ রয়েছে সমাজবাদী পার্টির কাছে। অন্যান্য বিরোধী প্রতিপক্ষ, কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির থেকে এগিয়ে রয়েছে অখিলেশের দল৷ তাই বড় দলের সঙ্গে না হাত মেলাতে চাইছেন না তিনি।
তবে ছোট দল আরএলডির সঙ্গে জোট নিয়ে কথা হলেও সোমবার লখনউ বিমানবন্দরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং জয়ন্ত চৌধুরীর বৈঠক নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সেবিষয়েও বিশেষ চিন্তিত নন অখিলেশ।
বাজিতে নিষেধাজ্ঞা আদালতের, বিকল্প পথ বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা
বরং জানালেন, আরএলডির সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথাবার্তা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে একযোগে লড়াই করবে দুই দল। তাহলে সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? আজমগড়ের (azamgarh) সাংসদের বক্তব্যে শুরু হয়েছে জল্পনা।
২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে উত্তরপ্রদেশ অখিলেশ যাদবের জন্য চ্যালেঞ্জের বিষয়। শুধুমাত্র তিনিই নন, বিষয়টি গুরুত্বপূর্ণ অকংগ্রেসি জোটের জন্যেও। তাই বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে দুই হেভিওয়েট নেতাদের যোগদান করালেও সমাজবাদী পার্টির সমর্থনে প্রচার সারবেন তৃণমূল সুপ্রিমো।