চলতি মাসেই রাজ্যে ফের একদফা দুয়ারে সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে চলতি মাসেই ফের একদফা দুয়ারে সরকার (Duyare Sarkar) কর্মসূচি শুরু হচ্ছে।কলকাতার (Kolkata) জানবাজারে (Janbazar) আজ কালীপুজোর ও উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) জানান ১৬ ই নভেম্বর থেকে ফের জেলায় জেলায় ওই শিবির চলবে।
উল্লেখ্য এর আগে ১৬ ই আগষ্ট থেকে ১৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে দুয়ারে সরকারের প্রায় ৯২ হাজার শিবিরেরে আয়োজন করা হয় ।সব থেকে বেশি আবেদন জমা পড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। এই সময় প্রায় ২ কোটির কাছাকাছি মহিলারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন বলে জানা গেছে।
এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthasathi card) জন্য আবেদন জমা পড়ে ৬৫ লক্ষেরও বেশি। খাদ্যসাথী প্রকল্পে (Khadyasathi Card) আবেদন জমা পড়ে ২৭ লক্ষেরও বেশি।
৩০ শে নভেম্বর পর্যন্ত চলবে ভোটার তালিকা সংশোধনের কাজ
‘দুয়ারে সরকার’ শিবিরের সাধারণ মানুষের অংশগ্রহণের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলার মোট আবেদনকারীর সংখ্যা ৪২ লক্ষ ৪৮ হাজার ১৬২ জন। , ‘দুয়ারে সরকার’-এর জনপ্রিয়তার বিচারে দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও হুগলি।
আর এই তালিকায় সব শেষে রয়েছে কলকাতা। শেষ দিনের হিসাবে কলকাতায় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের শিবিরে গিয়েছেন ৮ লক্ষ ৭০ হাজার ৩৬৩ জন মানুষ।সেই সাফল্যকে পুঁজি করে ফের একবার দুয়ারে রেশন প্রকল্পের আয়োজন করা হচ্ছে রাজ্যে।