চলতি বছরেই নির্বাচন, কলকাতা এবং হাওড়া পুরসভার নির্ঘণ্ট প্রকাশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উপনির্বাচন (ByPoll) মিটতেই পুরভোটের (Municipal Election) বাদ্যি বেজে গেল৷ বুধবার কলকাতা এবং হাওড়া পুরসভার নির্ঘণ্ট প্রকাশিত হল৷ ডিসেম্বরের মাঝামাঝি একই দিনে হবে ভোট৷ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোটগ্রহণ হবে৷ ফল ঘোষণা হবে ২২ ডিসেম্বর৷
তবে বাকি ১১০টি পুরসভা এবং নতুন গঠিত পুরসভা ময়নাগুড়ি এবং ফালাকাটায় কবে ভোট, তা নিয়ে কোনও ঘোষণা হবে৷ সূত্রের খবর, আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে দুই অথবা তিন দফায় নির্বাচন হবে৷
উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল ৩ দফায় ভোট গ্রহণ নিয়ে তাঁদের রাজ্যের প্রস্তাবে আপত্তি না থাকলেও তাঁরা চাইছেন আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসে ভোট করাতে।
কোভিড নিয়ন্ত্রনে থাকলে ১৯ ডিসেম্বর প্রথম দফায় পুরভোটের সম্ভবনা
কেননা আগামী নভেম্বর মাস থেকে এক মাসব্যাপী ভোটার তালিকা সংশোধনের কাজ হবে দেশজুড়ে। সেই প্রক্রিয়া শেষ হতে হতে ডিসেম্বর মাস পড়ে যাবে। নতুন বছরের শুরুর দিকেই নতুন ভোটার তালিকা সামনে চলে আসবে। সেই তালিকা ধরেই পুরভোট করাতে চাইছে কমিশন।
সংক্রমণের হার কম থাকে ও ভ্যাক্সিন নেওয়ার প্রক্রিয়ায় যদি বাড়তি জোর দেওয়া হয় তাহলে ডিসেম্বর হোক কী জানুয়ারি পুরভোট করানো নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে ফের যদি সংক্রমণ মাথাচাড়া দেয় সেক্ষেত্রে পুরনির্বাচন করানো নিয়ে ফের প্রশ্ন উঠে যাবে।