ডেঙ্গির প্রকোপ বাড়বাড়ন্ত, ফের শঙ্কা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে (Westbengal) ডেঙ্গির (Dengue) প্রকোপ ফের বাড়তে থাকায় জেলা প্রশাসনকে ফের একবার সতর্ক করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)। সম্প্রতি জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে ডেঙ্গি নিয়ে জেলাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার মতো ডেঙ্গি নিয়েও কলকাতা আর উত্তর ২৪ পরগনা-ই স্বাস্থ্য দফতরের চিন্তার কারণ। গত সপ্তাহের রিপোর্ট বলছে, রাজ্যজুড়ে ৪৯৫ জন নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। যার মধ্যে উত্তর ২৪ পরগনাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ১৩৬ জন। আর কলকাতায় আক্রান্ত হয়েছে ১১৪ জন।
কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষার পরিকল্পনা
এই দুই জেলার পাশাপাশি মালদাতেও ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে। গত সপ্তাহে মালদায় ৫২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ওদিকে হাওড়াতেও ডেঙ্গির প্রকোপ বাড়বাড়ন্ত। ডেঙ্গিতে ৮ বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে হাওড়ায়। হাওড়ার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে কমপক্ষে ২২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২,৭২৫ জন।