মঙ্গলবারই মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের সম্ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) প্রয়াত হওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর মন্ত্রীহীন। রাজ্য সরকার খুব শীঘ্রই মন্ত্রিসভায় রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী মঙ্গলবার এই রদবদল করতে পারেন বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে। এছাড়াও পূর্ণ এবং প্রতিমন্ত্রী স্তরে আরো কয়েকটি দপ্তরের রদবদল করা হতে পারে বলে সূত্রের খবর।
উল্লেখ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্রেতা সুরক্ষা দপ্তর এতদিন সুব্রত বাবুর হাতে ছিল। এছাড়াও অমিত মিত্র অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকলেও গত ৩ নভেম্বর তার মেয়াদ শেষ হয়েছে। ফলে এই দপ্তরেও নতুন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পুর এবং নগর উন্নয়ন, বন ও খাদ্য দপ্তর এর মত কয়েকটি দপ্তরেও রদবদল হতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিট নাগাদ মৃত্যু হয় সুব্রত মুখোপাধ্যায়ের। বয়স হয়েছিল ৭৫ বছর। ২৪ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে যান তিনি। চিকিৎসকের পরামর্শে সেদিনই হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বাড়ায় উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ।