প্রবল বর্ষণের বানভাসী তামিলনাড়ু, আগামী তিনদিন অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রবল বর্ষণের জেরে কার্যত বানভাসী তামিলনাড়ু (Tamilnadu)। আগামী তিনদিন ধরে তামিলনাড়ুতে অতিভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) সম্ভাবনা আছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই জলমগ্ন (Waterlogged) হয়ে পড়েছে চেন্নাই (Chennai) সহ ৪ জেলা ।

যে হারে বৃষ্টি বাড়ছে সেই পরিস্থিতিতে দু’দিনের জন্য স্কুল (School) কলেজ (College) বন্ধের কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (CM) এম কে স্তালিন (M.K.Stalin) । ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট্টু জেলায় জলমগ্ন পরিস্থিতি ৷ এদিকে বাঁধগুলিতেও জলের চাপ বাড়তে থাকায় খুলতে হয়েছে লকগেট। ফলে প্লাবনের (Flood) আশঙ্কাও দেখা গিয়েছে

বুট পড়া পায়ে বুকে লাথি, সিভিক পুলিশের আচরণে স্তম্ভিত পুলিস কমিশনার সৌমেন মিত্র

উল্লেখ্য, ২০১৫ এর পর এমন রেকর্ড বৃষ্টিতে ভেসেছে দক্ষিণী এই শহর। তুমুল বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমতে শুরু করে দিয়েছে। জল ঢুকেছে বাড়িঘরেও। সে রাজ্যের পরিস্থিতি এতটাই জটিল যে, বেসরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি আরোও জটিল হলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন বেসরকারি সংস্থাকে ছুটি ঘোষণা করার জন্যও ।

জানা গিয়েছে যে, বিপর্যয় মোকাবিলা বাহিনী তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে । মৌসম ভবনের তরফে জানান হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত প্রধান কারণ তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে বৃষ্টির। সেই ঘূর্ণাবর্তের কারণে মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জেলায় অতিভারী বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ বলেই সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট