আসন্ন পুরসভা নির্বাচন, সংগঠনকে মজবুত করতে ফের ত্রিপুরায় হাজির রাজীব
আসন্ন ত্রিপুরার পৌরসভা নির্বাচন (municipality election)। তার আগে ত্রিপুরায় পৌছলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন ত্রিপুরার পৌরসভা নির্বাচন (municipality election)। তার আগে ত্রিপুরায় পৌছলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। ত্রিপুরার মাটিতে বিপ্লব দেব (Biplab Deb) সরকারকে উৎখাত করতে সেখানে সংগঠনকে আরো জোরদার ভাবে মজবুত করতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখতে চাইছে দল।
সেই কারণেই তড়িঘড়ি রাজ্য থেকে উড়িয়ে নিয়ে গিয়ে ত্রিপুরায় (Tripura) বিপ্লব দেব সরকারকে কড়া বার্তা দিতেই সেখানেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের পতাকা। এরপর কিছুসময়ের পরেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির ইনচার্জ এর দায়িত্ব দেওয়া হয়। কাজেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এই মুহূর্তে দলে কতটা তা বেশ স্পষ্ট।
বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের জানুয়ারি মাসে ৩০ তারিখদিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এরপর ডোমজুড় থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও তৃণমূলের কল্যাণ ঘোষের কাছে পরাজিত হন একদা মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা রাজীব।
ত্রিপুরায় হাজির রাজীব
এরপর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তাঁর। জল্পনা শুরু হতে থাকে হয়তো দলে ফিরে আসতে পারেন ফের রাজীব বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে আর দলে ফিরিয়ে নেবে না তৃণমূল। তবে ত্রিপুরায় নিয়ে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় এই যোগদানের পরই কার্যত মুখে কুলুপ এঁটেছেন এরাজ্যের নিন্দুকেরা।
রাজীবের যোগদানের পর বিভিন্ন জায়গায় দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব থেমে যায়। এটা হয়ে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিশ্বস্ত সৈনিক রাজীব এখন দলের গুরু দায়িত্বে।
ইতিমধ্যেই কালীঘাটের (kalighat) তরফে দাবি করা হয়েছে ত্রিপুরায় অনেকেই তৃণমূলে যোগদান করতে চাইছেন। তবে তারা কারা এখনই সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি দল। ঠিক যেভাবে ডোমজুড়ের মাটিতে তৃণমূলের সংগঠনকে একটু একটু করে মজবুত করে তুলেছিলেন রাজীব ঠিক একইভাবে ত্রিপুরার আগরতলার মাটি চষে বেড়াচ্ছেন তিনি। কথা বলছেন বিভিন্ন মানুষজনের সঙ্গে। জানতে চাইছেন তাদের দীর্ঘদিনের যন্ত্রণার কথা।
সবমিলিয়ে আপাতত রাজীবের কাঁধেই পড়েছে গুরুদায়িত্ব। তবে বিধানসভা নির্বাচনের জন্য হতে সময় থাকলেও তার আগে রয়েছে পুরসভা নির্বাচন। ত্রিপুরার সমস্ত জায়গায় তৃণমূল প্রার্থী দিতে না পারলেও আগরতলা পৌরসভার সমস্ত আসনে প্রার্থী দিয়েছে। সেই ফলাফল কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।