স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন বাতিল করে দিচ্ছে ব্যাঙ্কগুলি, কড়া হুঁশিয়ারী মুখ্যসচিবের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্বাস্থ্যসাথী কার্ড( Swasthsathi Card) ফিরিয়ে দেওয়ার লাগাতার অভিযোগের প্রেক্ষিতে এর আগে বেসরকারি হাসপাতালের (Privtae Hospital) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে রাজ্য সরকার(Westbengal Govt)।ফোন ও হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর জন্য চালু হয়েছে টোল ফ্রি নম্বর।
স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণে অসম্মত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছে নবান্ন(Nabanna)। এর সুফল ফলেছে হাতেনাতে।এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Credit Card) নিয়েও একই রকমের পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের তরফে।
রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ ও বারংবার অনুরোধ স্বত্তেও কেন একাংশের ব্যাঙ্ক পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভিত্তিতে ঋণ মঞ্জুর করছে না তা নিয়ে বিষ্ময় প্রকাশ করে জেলা প্রশাসনের কাছ থেকে
রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
সূত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব এ নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি। একই সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আরও গতি আনতেও মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন।
হাওড়ার সবকটি ওয়ার্ডে একইদিনে নির্বাচনে রাজি নয় কমিশন
সম্প্রতি সমস্ত জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। সেই বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অভিযোগ উঠেছে, যাবতীয় পদ্ধতি মেনে আবেদন করেও ব্যাঙ্কগুলি থেকে ঋণ পাচ্ছেন না পড়ুয়ারা। বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল করা হচ্ছে তাঁদের আবেদন।
এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যসচিব।ঠিক কী কারণে ব্যাঙ্কগুলি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে, তার কারণ খতিয়ে দেখার জন্য প্রত্যেকটি জেলায় এডিএম-দের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট কমিটি-ই খতিয়ে দেখবে ব্যাঙ্কগুলি কোন কারণ দর্শিয়ে বাতিল করে দিচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনপত্র।তাছাড়া, আগামী ২০ নভেম্বরের মধ্যেই যাতে এপর্যন্ত আবেদনকারী সব পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।