Manipur Terror Attack: দায় স্বীকার করল নাগা পিপলস ফ্রন্ট, দাবি পূরণ নাহলে ফের হামলার হুঁশিয়ারী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসাম রাইফেলস বাহিনীর কনভয়ে হামলার দায় স্বীকার করে নিল মনিপুরের জঙ্গি সংগঠন। মনিপুরের পিপলস লিবারেশন আর্মি জড়িত রয়েছে বলে প্রথমে সন্দেহ করেন তদন্তকারী অফিসাররা। পরে রাতেই জানা যায় মনিপুরের নাগা পিপলস ফ্রন্ট এই হামলা চালায়।

একটি প্রেস বিবৃতি জারি করে ঘটনার দায় স্বীকার করে নিয়েছে নাগা পিপলস ফ্রন্ট। একইসঙ্গে জানিয়েছে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে এই ধরনের হামলা জারি থাকবে। তবে কর্ণেলের স্ত্রী এবং ছয় বছরের পুত্র সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওই জঙ্গী সংগঠন।

তারা জানিয়েছে কর্নেলের সঙ্গে তাঁর স্ত্রী ও পুত্র রয়েছে এ কথা তারা জানতেন না। তাই ওই দুজনের মৃত্যুতে তারা অনুতপ্ত। হামলার পরে জঙ্গিদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ জানা গিয়েছে দিলু রোডের পূর্ব অংশের রাস্তার ধারে একাধিক জায়গায় রক্তের দাগ এবং পায়ের ছাপ পাওয়া গেছে।

Naxal Attack In Gaya: বিহারের গয়ায় মাওবাদী হামলা, ৪ গ্রামবাসীকে তুলে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিল মাওবাদীরা

মণিপুরে অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের গাড়িতে হামলা হয়। বেহিয়াংয়ের সেহকেন গ্রামের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে ৪৬ অসম রাইফেলসের কর্নেল বিপ্লব ত্রিপাঠী এবং তাঁর পরিবার ছিল। জানা গিয়েছে, ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মায়ানমার সীমান্ত থেকে স্ত্রী এবং পুত্রকে নিয়ে ফিরছিলেন। সেইসময় সঙ্গে ছিলেন অন্যান্য জওয়ানরা এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা। অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী ও পুত্রের।

সম্পর্কিত পোস্ট