ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে মুখোমুখি অমিত শাহ- মমতা বন্দ্যোপাধ্যায়
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে দুজনের মধ্যে একান্তে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে দুজনের মধ্যে একান্তে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাগরিকত্ব সংশোধনী আইনের পর এই ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুনঃ দাঙ্গা নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের অপেশাদারিত্ব নিয়ে কটাক্ষ সুপ্রিম কোর্টের
ইস্টার্ন জোনাল কাউন্সিলের এই বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কেন্দ্রের ডাকা বৈঠকে গরহাজির থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শুক্রবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
বিরোধী শিবিরের কথায়, নীতি আয়োগের বৈঠকে না গিয়ে গোপনে সারদা-নারদ নিয়ে রক্ষা কবচ নিতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই বলাই বাহুল্য, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক রাজনৈতিক দিক থেকে নতুন কোনো সমীকরণ বের করবে তা স্পষ্ট।