তুলকালাম ত্রিপুরায়, গ্রেফতার সায়নী ; আজই আগরতলার উদ্দেশে রওনা অভিষেকের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ২৫ শে নভেম্বর ত্রিপুরা পৌরসভা নির্বাচন। তার আগেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজনৈতিক পরিস্থিতি। গ্রেফতার পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ। পূর্ব আগরতলা থানায় গ্রেফতার করা হয়েছে তাকে। জামিন অযোগ্য ধারায় সায়নীর বিরুদ্ধে খুনের অভিযোগ রুজু করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সিদ্ধান্ত বদল করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই ত্রিপুরা পৌঁছচ্ছেন তিনি। সূত্রের মারফত জানা গিয়েছে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। অন্যদিকে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে হাজির হচ্ছেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল।

TMC leader Saayoni Ghosh Arrested: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সায়নী ঘোষ

এদিন টুইট করে বিপ্লব দেব প্রশাসনকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘বিপ্লব দেব এতই নির্লজ্জ যে, সুপ্রিম কোর্টের নির্দেশকেও পাত্তা দিচ্ছেন না। অভিষেকের অভিযোগ, বিপ্লব দেব বার বার তৃণমূল সমর্থক এবং মহিলা প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে তাঁদের উপর হামলা চালাতে গুন্ডা পাঠাচ্ছেন। বিজেপির শাসনে গণতন্ত্রে প্রহসনে পরিণত হয়েছে।’

ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিকের অভিযোগ ‘‘পুলিশকে কাজে লাগিয়ে এ ভাবে তৃণমূলের পথরোধ করার চেষ্টা করছে বিজেপি। নেতা কর্মীদের উপর ইটবৃষ্টি চলছে, পুলিশ নীরব দর্শক। “

সম্পর্কিত পোস্ট