কারিগরি সমস্যায় আগরতলায় বিমান অবতরনে বাধা, সোমবার ভোরে ত্রিপুরা পৌঁছচ্ছেন অভিষেক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কারিগরি কিছু সমস্যা থাকায় আগরতলা বিমানবন্দরের বিমান অবতরণের অনুমতি মেলেনি। কাছাকাছি হিসেবে শিলচর বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছিল। তবে সেখানেও কারিগরী সমস্যা থাকায় শেষ মুহূর্তে বাতিল হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে রবিবার রাতেই নয় বরং সোমবার সকাল বেলায় ত্রিপুরা পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবরে কার্যত সিলমোহর দিয়েছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক।  রবিবার সকাল থেকেই নাটকীয় মোড় শুরু হয়েছে ত্রিপুরার রাজনীতিতে। পৌরসভা নির্বাচনের দুদিন আগে রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনাময়।

এদিকে অভিষেকের সভা ভেস্তে দেওয়ার উদ্দেশ্যেই এই অশান্তির পরিবেশ সৃষ্টি বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেবের অভিযোগ, “ত্রিপুরার পুলিশ নিরপেক্ষ নয়।” অভিষেকের সভা ভেস্তে দেওয়ার উদ্দেশ্যেই এই অশান্তির পরিবেশ সৃষ্টি বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

পেশার স্বার্থে হঠকারী সিদ্ধান্তে আন্দোলন নয়, আলোচনাতেই ভরসা, তৃণমূলে যোগ দিয়ে প্রতিক্রিয়া মইদুল ইসলামের

বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার সামনে দিয়ে যাওয়ার সময় কটুক্তি করেছিলেন সায়নী ঘোষ। শুধু তাই নয় এদিন জোরে গাড়ি চালাতে গিয়ে মানুষকে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন তিনি। এই অভিযোগে রবিবার সকালে সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে হোটেলে পৌঁছে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ।

তখনই বাধা দেন কুনাল ঘোষ, সুস্মিতা দেব সহ অন্যান্য নেতৃত্বরা। সায়নী ঘোষকে নিয়ে থানায় আসেন তারা। দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর রবিবার বিকেলে গ্রেফতার করা হয় সায়নী ঘোষকে। সায়নী ঘোষের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা।

প্রসঙ্গত এর আগেও দেবাংশু সুদীপ রাহার এবং জয়া দত্তের ওপর হামলা হয় ত্রিপুরায় গ্রেফতার করা হয় জয়া সুদীপ এবং দেবাংশুকে। ত্রিপুরা পৌঁছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই দিনের ঘটনা কোন দিকে মোড় নেয় আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট