“টাকার বিনিময় বন্টন করা হয়েছে টিকিট, জেলা সভাপতি তৃণমূলের দালাল”; সরব বিজেপি কর্মীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টাকার বিনিময় বন্টন করা হয়েছে পুরভোটের টিকিট। এমনই অভিযোগ খোদ বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে। সরব হয়েছেন বিজেপি কর্মীরা। শুধু তাই নয় ,রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। ভোটযুদ্ধের আগে এক প্রকার চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।

বিজেপির প্রকাশিত পুরভোটের প্রার্থী তালিকা ১৩২ নম্বর ওয়ার্ডের পাশে সুতপা গুপ্তের নাম রয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ সুতপা দেবীর থেকে মোটা অংকের টাকা নিয়ে টিকিট দিয়েছেন তাকে দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শংকর সিকদার।

শুধু ১৩২ নম্বর ওয়ার্ডই নয়। কমবেশি সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রেই টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে প্রীতম শিকদারের বিরুদ্ধে।

এদিন ১৩২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা রাস্তায় নেমে সুতাপা গুপ্তকে অবিলম্বে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। শুধু তাই নয় বিক্ষোভের মাঝে শঙ্কর সিকদারকে তৃণমূল কংগ্রেসের দালাল বলে আখ্যা দিয়েছেন বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা।

রাজনৈতিক দলগুলির দাবি পুর নির্বাচনে বাড়ল প্রচারের সময়

এদিন তারা শুধু পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভে থেমে থাকেননি। অভিযোগ তুলেছেন বিধানসভা নির্বাচনেও ঠিক একই কায়দায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রার্থী দিয়েছিল বিজেপি। যার ফলে ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে।

তাদের অভিযোগ প্রার্থী তালিকাকে আরও মজবুত করতে হবে এমন প্রার্থীদের নাম আনতে হবে যাদের সঙ্গে জনগণের সম্পর্ক রয়েছে সুতপা গুপ্তকে এলাকার কেউই চেনেন না বলে অভিযোগ তুলেছেন তারা। যদিও এরপর এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি বিজেপি তরফে। আদৌ প্রার্থী বদল হয় কিনা সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট