রাজ্যের অন্যান্য পুরসভার আসনে ভোট কবে ও কত দফায় ? দ্রুত জবাব তলব হাইকোর্টের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরভোটের তারিখ ঘোষণা নিয়ে আর কোনো রকম হস্তক্ষেপ করবে না এমনটাই ইঙ্গিত দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে রাজ্যের অন্যান্য পুরসভার আসনে ভোট কবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
এদিন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জানান, “স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্ব। কমিশনের বিরুদ্ধে অভিযোগ যখন উঠছে, তখন আপনাদের বলতে হবে নির্বাচনের বিষয়ে আপনাদের পরিকল্পনা কি?” পাশাপাশি হাওড়া পুর নির্বাচনের পরে বাকি নির্বাচন করার যে যুক্তি কমিশন দিয়েছিল সে বিষয়েও জানতে চেয়েছে আদালত।
বুধবার পুরভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আদালত জানিয়ে দেয় একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ভোট বেশি দিন বকেয়া রাখা উচিত নয়। দ্রুত তথ্য জমা দেওয়ার পরেই পরবর্তী রায় দেবে আদালত। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।
Omicron সতর্কতাঃ কলকাতা বিমানবন্দরকে বিশেষ নির্দেশ
প্রসঙ্গত ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় নির্বাচন কমিশন। কিভাবে বিচারাধীন একটি বিষয় নিয়ে নির্বাচন কমিশন এভাবে দিন ঘোষণা করতে পারে তা নিয়ে সরব গেরুয়া শিবির।
এ বিষয়ে হাইকোর্টেও সরব হয় বিজেপির আইনজীবী। প্রশ্ন তোলেন কিভাবে আদালতে বিচারাধীন একটি ভোটের তারিখ ঘোষণা করা হলো? পাল্টা অ্যাডভোকেট জেনারেল বলেন ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের সবকটি বকেয়া পুরভোট সম্পন্ন করা হবে। কোভিড পরিস্থিতির সঙ্গে এখনও লড়াই চলছে আমাদের। সে ক্ষেত্রে সর্বপ্রথম কলকাতায় ভোট করিয়ে পরিস্থিতি দেখে নেওয়া হবে। তারপরেই ৩০ এপ্রিলের মধ্যে শেষ করা হবে ভোট প্রক্রিয়া।