Cyclone Jawad: আছড়ে পড়বে রবিবার, নামের অর্থে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম ; বলছেন আবহবিদরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আড়াইশো কিলোমিটার দূরে রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ঝড়টি এখন ওড়িশা উপকূল ধরে পুরীর দিকে এগোচ্ছে। ৪১০ কিলোমিটার দুরে এখণ অবস্থান করছে। আবহবিদদের আশঙ্কা রবিবার দুপুরে আছড়়ে পড়বে জাওয়াদ। তবে সেটি আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
আবহবিদদের ধারণা, ওড়িশা উপকূল ধরে এই ঝড়টি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে এগোবে। তখন সেটি আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন।
শনিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। কলকাতাতে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে রবিবার। সোমবার পর্যন্ত বাংলায় চলবে দুর্যোগ।
আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রণ, বেলেঘাটা আইডিতে বিশেষ ব্যবস্থা রাজ্যের
সৌদি আরবের পরামর্শে এই ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘জাওয়াদ’। আরবি শব্দ ‘জাওয়াদ’ এর অর্থ উদার। বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি অন্য ঘূর্ণিঝড়ের তুলনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হবে না। আইএমডি জানিয়েছে, এই ঝড়ে ৪ ডিসেম্বর সকালে বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার।