Cyclone Jawad Update: নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। যদিও তার অভিমুখ এ রাজ্যের দিকে হওয়ায় দুর্যোগের ছায়া থেকে মুক্তি পাচ্ছে না বাংলা। প্রশাসনের তরফেও সতর্কতায় কোনরকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। পরিস্থিতির দিকে কঠোর নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে।

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর নজর রাখছেন। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। সেই সঙ্গে সর্বত্র চলছে কড়া নজরদারি। দুই মেদিনীপুর, হাওড়া, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও জেলাভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই ১২টি জেলায় এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। কলকাতার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জলনিকাশের জন্য অতিরিক্ত পাম্পের বন্দোবস্ত করা হয়েছে। বাতিল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ছুটিও। ঘূর্ণিঝড় জাওয়াদের উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

পুর নির্বাচনের নিরাপত্তা রক্ষার দায়িত্বে রাজ্য পুুলিশেই ভরসা কমিশনের

তিনি নিজে সর্বক্ষণ যোগাযোগ রাখছে কন্ট্রোল রুমের সঙ্গে৷ এখনও পর্যন্ত দুই মেদিনীপুরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। বাকি ৫ জেলাতেও চলছে সতর্কতামূলক নজরদারি।

সম্পর্কিত পোস্ট