আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে কেন্দ্রকে কড়া বার্তা দিতে চায় রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার। আগামী ৬ ডিসেম্বর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী আর সেই বিশেষ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রকে বিশেষ বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের সরকারের তরফে যখন ভারতীয় সংবিধানের দফারফা করতে ব্যস্ত তখনই রাজ্যের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রের তরফে বারবার ‘লোকদেখানো’ সংবিধান বাঁচানোর ও সার্বভৌমত্বের কথা বলা হয়। কিন্তু সেই পথে না গিয়ে উল্টো পথে হাঁটাই হয়। তাই রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করেন কেন্দ্রকে।
সেই পথে হেঁটেই আগামী সোমবার অর্থাৎ ৬ ডিসেম্বর সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করবে রাজ্য সরকার। সেই উপলক্ষ্যে আগামী সোমবার অর্থাৎ ৬ ডিসেম্বর সকাল ১১.৩০ রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তি মাল্যদান ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। করোনা বিধি মেনেই অনুষ্ঠান পালন করা হবে বলে জানা গিয়েছে।