নির্বাচনের আগে গোয়ায় নয়া চাল তৃণমূলের, লক্ষ্মীর ভান্ডারের আদলে চালু হবে গৃহলক্ষ্মী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের মাটিতে তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এবার তৃণমূলের লক্ষ্য গোয়া-মেঘালয়-ত্রিপুরা। বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন। সেই লক্ষেই কোমর বেঁধে নেমেছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও।
গোয়ার মহিলা ভোটারকে টার্গেট করেই এবার নয়া চাল তৃণমূলের। ক্ষমতা এলে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী প্রকল্প’ চালুর প্রতিশ্রুতি ঘাসফুল শিবিরের। টুইটারে একটি ভিডিও প্রকাশ করে সেকথা জানিয়েছে বাংলার শাসকদল।
গৃহলক্ষ্মী কার্ডের মাধ্যমে কী সুবিধা পাবেন মহিলারা? এই প্রকল্পের ফলে স্থানীয় মহিলারা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। বছরে ৬০ হাজার টাকা পাবেন মহিলারা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা।এই কার্ডের সুবিধা পেতে কোনো শর্তই রাখা হয়নি। ফলে গোয়ার প্রতিটি পরিবার এই কার্ডের সুবিধা পাবে। প্রকল্পে গোয়ার রাজ্য বাজেটের ৬-৮ শতাংশ অর্থ খরচ হবে। যার পরিমান দাঁড়ায় ১,৫০০ কোটি ২,০০০ কোটি টাকা ।
৩৭৮ দিনের লড়াই সফল, বিজয় মিছিল করে ঘরে ফিরছেন কৃৃষকরা
বাংলায় ভোটে জিতে ইতিমধ্যেই লক্ষীর ভান্ডারের প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই রাজ্যের আর্থিক কোষাগারের অবস্থা তথৈবচ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লক্ষীর ভান্ডার প্রকল্পে কোষাগারের অবস্থা বেসামাল হলেও মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিশ্রুতি পূরণ করে তিনি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন তারই প্রমাণ করতে চাইছেন গোয়ার মাটিতে।
গোয়ায় সবে সংগঠন তৈরি করছে তৃণমূল। রাজনৈতিক মহলের মত, আঞ্চলিক দল এখানে তৃণমূলকে সমর্থন করতে পারে আগামী দিনে। তার আগেই তৃণমূল সুপ্রিমোর এই চাল বাজিমাত করতে পারে কিনা সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।