বেসরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় শিল্পতালুক, জমা পড়েছে ১৮৭টি আবেদন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের শিল্প মানচিত্রে বাংলাকে এক নম্বর জায়গায় তুলে নিয়ে যেতে শুধু বড় বিনিয়োগ নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পাখির চোখ করেছে নবান্ন। তাই শিল্পতালুক গড়তে ন্যূনতম জমির পরিমাণ এক ধাক্কায় ১৫ একর থেকে কমিয়ে ৫ একর করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতেই সাড়া পড়েছে শিল্প মহলে।
ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় শিল্পতালুক গড়তে ১৮৭টি আবেদন জমা পড়েছে বলে শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের অনুমান, এই সংখ্যাটা আরও বাড়বে। তাই বেসরকারি উদ্যোগে ঠিক কত শিল্পতালুক গড়ার প্রস্তাব এসেছে, তার রিপোর্ট রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পসচিবকে ২০ ডিসেম্বরের মধ্যে পাঠাতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন।
সংশোধনাগার সরছে অন্যত্র, সেই জমিতেই স্মার্ট সিটি তৈরীর পরিকল্পনা রাজ্যের
মূলত ছোট শিল্পকে উৎসাহ দিতে গত শনিবার থেকে জেলায় জেলায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে চালু হয়েছে শিল্প সম্মেলন ‘সিনার্জি’। যা চলবে আগামী দু মাস। এই সম্মেলনে শিল্পোদ্যোগী থেকে বণিকসভাগুলিকে শিল্পতালুক তৈরির জন্য উৎসাহিত করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রিলে রাজ্যে বসছে ষষ্ঠ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আসর । সেখানেও ছোট ও মাঝারি শিল্প বিশেষ গুরুত্ব পেতে চলেছে বলে জানা গিয়েছে।