রাজ্যে প্রথম ওমিক্রণ আক্রান্তের হদিশ, ৭ বছরের শিশুর দেহে নয়া ভ্যারিয়েন্টের খোঁজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে প্রথম ওমিক্রণ আক্রান্তের হদিশ। সাত বছরের শিশুর দেহে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট। আইসোলেশনে রাখা হয়েছে ওই শিশুকে, স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে এমনটাই। ওই শিশুটির বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কাতে। আবুধাবি হয়ে দিন কয়েক আগেই হায়দ্রাবাদে ফিরছিল ওই শিশুর পরিবার।
জানা গিয়েছে, হায়দ্রাবদে তার প্রথম করোনা পরীক্ষা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। এরপর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়। সেখানেই ওমিক্রন ধরা পড়ে। বর্তমানে মুর্শিদাবাদে রয়েছে শিশুটি। এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি যে শিশুটিকে আদৌ কলকাতায় পাঠানো হবে কিনা।