দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন, দিল্লি ও কেরলে নতুন করে মিলল আক্রান্তের হদিস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশ জুড়ে বাড়ছে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে নতুন করে উদ্বেগ। ইতিমধ্যেই চিকিৎসকেরা সতর্ক করেছেন ডেল্টার থেকেও ওমিক্রণ ছড়াবে আরো দ্রুত গতিতে। ইতিমধ্যেই দিল্লিতে আরো ৪জনের শরীরে ধরা পড়েছে এই সংক্রমণ।
রাজধানীতে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০। যাদের মধ্যে ৯ জন ভর্তি রয়েছেন দিল্লির এলএনজেপি হাসপাতালে। কেরলেও ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমনের গতি। বুধবার আরো নতুন করে চারজন আক্রান্তের খবর পাওয়া গেছে। এই মুহূর্তে কেরলের অমিক্রণ আক্রান্তের সংখ্যা ৫।
KMC Election 2021: কলকাতা পুরভোটে ঢাক্কা গেরুয়া শিবিরের কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ আদালতের
কেরল, অন্ধপ্রদেশের পর তামিলনাড়ুতে ওমিক্রণ আক্রান্তের হদিস পাওয়া গেছে। সম্প্রতি নাইজেরিয়া থেকে চেন্নাই ফিরেছেন ৪৭ বছরের এক ব্যক্তি। বুধবার তার নমুনায় ওমিক্রন ভেরিয়েন্ট পাওয়া যায়। বর্তমানে তিনি স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তি করোনার দুটি ডোজই নিয়েছেন।
ইতিমধ্যেই মহারাষ্ট্রের ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩২। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার। আগামী মাস থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। গোটা দেশে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ আক্রান্তের সংখ্যা ৭০ এর কাছাকাছি।