KMC Election2021: শেষ পুরভোটের প্রচার, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা বলয়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার নির্বাচনের প্রচার পর্ব শুক্রবার বিকেলে শেষ হয়েছে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে যুযুধান সব রাজনৈতিক দলের তৎপরতা ছিল তুঙ্গে। বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত রোড-শো করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়।

চেতলায় নিজের ওয়ার্ডে প্রচার করেন পূর্বতন মেয়র ফিরহাদ হাকিম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,সায়ন্তন বসু প্রমূখ আজ বড় বাজার এলাকায় ভোট প্রচার করেছেন। সুজন চক্রবর্তী সহ বাম নেতারা গড়িয়া এলাকায় জণসংযোগ কর্মসূচি গ্রহণ করেন।

আগামী রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি আসনে ভোট গ্রহণ করা হবে। তার জন্য প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোরকদমে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।শনিবার সন্ধ্যা থেকেই শহরে জারি হয়ে যাচ্ছে ১৪৪ ধারা।

বহিরাগতদের প্রবেশ ঠেকাতেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি যানবাহনও নিয়ন্ত্রণ করা হবে। রবিবার শুধু জেলা নয়, কলকাতার আশপাশের অঞ্চল থেকেও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ ভাবে বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের দিন সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিংমল এবং বেসরকারি অফিসগুলিও।

শনিবার সন্ধ্যা থেকেই শহরে জারি ১৪৪ ধারা

কোনও ধরনের জমায়েত হলেই পুলিশকে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে বলেও কমিশন জানিয়ে দিয়েছে। ভোট নির্বিঘ্নে সারতে রবিবার শহরজুড়ে ৩ হাজারের বেশি রাজ্য ও কলকাতা পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। নদীপথেও নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। থাকছে ভ্রাম্যমান পুলিশি টহলদারি কুইক রেসপন্স টিম। ভোটের দিন প্রতিটি বরোতে প্রস্তুত রাখা থাকবে দুটি করে অ্যাম্বুলেন্স।

সম্পর্কিত পোস্ট