#Delhigenocide সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বলিউড থেকে টলিউডে
ঘটনায় ইতিমধ্যেই নিহত হয়েছেন ৩৪ জন। বেশ কিছু এলাকায় কার্ফু জারি করা হয়েছে এবং অর্নিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ ।
দ্য কোয়ারি ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর চলাকালীনই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজধানী ।
রাজ্যের উত্তর–পূর্ব অঞ্চলের চাঁদ বাগ, ভজনপুরা, মৌজপুর–বাবরপুর এবং জাফরবাদে অশান্তি চরম জায়গায় পৌঁছায় ।
ঘটনায় ইতিমধ্যেই নিহত হয়েছেন ৩৪ জন। বেশ কিছু এলাকায় কার্ফু জারি করা হয়েছে এবং অর্নিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ ।
নিন্দায় সরব বলিউড থেকে টলিউড
দিল্লির এই ঘটনার টুইটার হ্যান্ডেলে তীব্র নিন্দায় সরব বলিউড থেকে টলিউড।
জাভেদ আখতার
the level of violence is being increased in Delhi . All the Kapil Mishras are being unleashed . An atmosphere is being created to convince an average Delhiite that it is all because of the anti CAA protest and in a few days the Delhi Police will go for “ the final solution “
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 25, 2020
অনুপম খের
Dear @chetan_bhagat! With this tweet you are not only belittling yourself but millions of Indians. Both Hindus and Muslims!! In the last 72 years India has achieved phenomenal success in almost every field. This tweet is just a smart tweet but far from the truth.:) #NotCool https://t.co/1xTIxD44Vj
— Anupam Kher (@AnupamPKher) February 25, 2020
অনুরাগ কশ্যপ
इतना तो आज साफ है कि PRO-CAA का मतलब Anti-Muslim है बस और कुछ नहीं ।
— Anurag Kashyap (@anuragkashyap72) February 24, 2020
বিশাল দাদলানি
Anti-CAA protestors have been protesting for 2 months. There was no violence until each time the so-called “pro-CAA” groups showed up.
Think.
— VISHAL DADLANI (@VishalDadlani) February 24, 2020
রিচা চাড্ডা
You got blood on your hands…you know who you are. As a true Hindu, I believe in karma. And it won’t wait till your next birth, it will manifest soon…as disease, penury, pain…you’d have earned this, like you’re earning extra money right now,celebrating the murder of others.
— TheRichaChadha (@RichaChadha) February 26, 2020
রবিনা টন্ডন
Overworked and one dead too. Folks . If we could be kind enough also to offer some condolences to the bereaved. They don’t have cushy lives and are stuck in a thankless job. Constantly under pressure. A few bad apples can spoil the cart. https://t.co/zmy8TBHOcK
— Raveena Tandon (@TandonRaveena) February 24, 2020
মুখ খুলছেন টলিউডের অভিনেতা থেকে পরিচালকরাও।
বলিউড থেকে টলিউড, কি বলছে টলিপাড়া
মিমি চক্রবর্তী
যাদবপুরের সাংসদ ও অভিনেত্রী লিখেছেন,
আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই …
আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেইকারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই ,
মোরা রাম আর রহিম ভাই ভাই আর নইযেটা আমরা এখন… সেটা আর যাই হোক মানুষ আর নই … 🙏🏻
— Mimssi (@mimichakraborty) February 26, 2020
সৃজিত মুখার্জ্জি
আরও পড়ুন : নীরব দর্শকের ভূমিকায় কেন্দ্রিয় সরকার
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার অংশ উদ্ধৃত করেছেন সৃজিত মুখোপাধ্যায় ।
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।। pic.twitter.com/DrNWQ8rUmR— Srijit Mukherji (@srijitspeaketh) February 25, 2020
পরমব্রত টুইটে লিখেছেন,” পরমব্রত টুইট করেছেন,”এটা একবারেই বিস্মিত হওয়ার ব্যাপার নয়। এটা দীর্ঘদিনের কর্মসূচি। শুধু প্রকাশ্যে এল। আমরা অসহায়। প্রাইম ভিডিয়োয় ‘হান্টার্স’-এর কথা মনে পড়ছে। যাঁরা এখনও ঘুমিয়ে আছেন, তাঁদের শুভেচ্ছা।”
No it’s not shocking, not anymore. The pogrom was on, it’s only become open now. From the pathetic, helpless lot of ours, the aware & conscious might find a mirror image of what we might be remembered as(sadly) in “Hunters” on prime video. Good luck with sleeping!
— parambrata (@paramspeak) February 25, 2020
নুসরত টুইট করেছেন, দুঃখিত, শোকাহত, বেদনাদায়ক। আমার দেশ জ্বলছে। আমরা মানুষ, এটা ভুলে গেলে চলবে না। গুজব, ভুয়ো খবর ও ঘৃণা না ছড়ানোর আর্জি জানিয়েছেন বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী।
Saddened…. Disheartened…. Pained
My country is burning. Let us not forget we are Human first. Also please do not spread rumour, fake news & hate. 🙏#Delhi pic.twitter.com/gjpIbj3Gr2— Nusrat (@nusratchirps) February 26, 2020