#Delhigenocide সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বলিউড থেকে টলিউডে

ঘটনায় ইতিমধ্যেই নিহত হয়েছেন ৩৪ জন। বেশ কিছু এলাকায় কার্ফু জারি করা হয়েছে এবং অর্নিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ ।

দ্য কোয়ারি ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর চলাকালীনই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজধানী ।

রাজ্যের উত্তর–পূর্ব অঞ্চলের চাঁদ বাগ, ভজনপুরা, মৌজপুর–বাবরপুর এবং জাফরবাদে অশান্তি চরম জায়গায় পৌঁছায় ।

ঘটনায় ইতিমধ্যেই নিহত হয়েছেন ৩৪ জন। বেশ কিছু এলাকায় কার্ফু জারি করা হয়েছে এবং অর্নিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ ।

নিন্দায় সরব বলিউড থেকে টলিউড

দিল্লির এই ঘটনার টুইটার হ্যান্ডেলে তীব্র নিন্দায় সরব বলিউড থেকে টলিউড। 

জাভেদ আখতার

অনুপম খের

অনুরাগ কশ্যপ

বিশাল দাদলানি

রিচা চাড্ডা

রবিনা টন্ডন

মুখ খুলছেন টলিউডের অভিনেতা থেকে পরিচালকরাও।

বলিউড থেকে টলিউড, কি বলছে টলিপাড়া

মিমি চক্রবর্তী

যাদবপুরের সাংসদ ও অভিনেত্রী লিখেছেন,

সৃজিত মুখার্জ্জি

আরও পড়ুন : নীরব দর্শকের ভূমিকায় কেন্দ্রিয় সরকার

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার অংশ উদ্ধৃত করেছেন সৃজিত মুখোপাধ্যায় ।

পরমব্রত টুইটে লিখেছেন,” পরমব্রত টুইট করেছেন,”এটা একবারেই বিস্মিত হওয়ার ব্যাপার নয়। এটা দীর্ঘদিনের কর্মসূচি। শুধু প্রকাশ্যে এল। আমরা অসহায়। প্রাইম ভিডিয়োয় ‘হান্টার্স’-এর কথা মনে পড়ছে। যাঁরা এখনও ঘুমিয়ে আছেন, তাঁদের শুভেচ্ছা।”

নুসরত টুইট করেছেন, দুঃখিত, শোকাহত, বেদনাদায়ক। আমার দেশ জ্বলছে। আমরা মানুষ, এটা ভুলে গেলে চলবে না। গুজব, ভুয়ো খবর ও ঘৃণা না ছড়ানোর আর্জি জানিয়েছেন বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী।

সম্পর্কিত পোস্ট