কোথায় কোথায় হবে কলকাতা পুরসভার নির্বাচনের ভোট গণনা?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। এবার গণনা ও ফল প্রকাশের পালা। রাজ্য নির্বাচন কমিশনের দাবি কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ। রাজ্য পুলিশের ভূয়শী প্রশংসা করেছে নির্বাচন কমিশন। এবার অপেক্ষা ফলাফলের। রাত পোহালেই মঙ্গলবার ২১ শে ডিসেম্বর কলকাতা পৌরসভা নির্বাচনের ১৪৪ টি ওয়ার্ডের ভাগ্য পরীক্ষা। তার সাথে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ৯৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ণয়।
ওমিক্রন সতর্কতা, বিধি মেনে বড়দিন ও নতুন বছরের উৎসবে সামিল হওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর
নির্বাচনে প্রত্যেকটি বুথে যেমন ছিল সিসিটিভি তেমনি স্ট্রং রুমে কড়া নজরদারির মধ্যে রাখা আছে ইভিএম। কোথায় কোথায় হবে কলকাতা পুরসভার নির্বাচনের ভোট গণনা :
বোরো ১,২ – রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি
বোরো ৩,৪,৫,৬ – নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
বোরো ৭ – গীতাঞ্জলি স্টেডিয়াম ( দক্ষিণ)
বোরো ৮ – ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ( ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ)
বোরো ৯ – ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন হেস্টিংস্ হাউস কম্পাউন্ড
বোরো ১০ – যোধপুর পার্ক বয়েজ স্কুল
বোরো ১১ – যোধপুর পার্ক গার্লস হাই স্কুল
বোরো ১২ – গীতাঞ্জলি স্টেডিয়াম ( উত্তর)
বোরো ১৩ – বরিশা হাই স্কুল
বোরো ১৪ – বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর
বোরো ১৫ – সিস্টার নিবেদিতা গভারমেন্ট জেনারেল ডিগ্রী কলেজ ফর গার্লস হেস্টিংস হাউস।
বোরো ১৬ – ব্রতচারী বিদ্যা, ঠাকুরপুকুর জোকা।