রেশন-আধার সংযুক্তিকরণের জন্য বিশেষ অভিযান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুয়ারে রেশন প্রকল্পে গতি আনার জন্য রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের জন্য বিশেষ অভিযান আগামী মাসেও চালিয়ে যাওয়া হবে।এলাকা ভিত্তিক বিশেষ শিবির খুলে আধার রেশন সংযুক্তিকরণ এর কাজ চলবে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগামী মাসে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবিরে গিয়েও সংযুক্তিকরণ করানো যাবে।
উল্লেখ্য রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখনও রাজ্যের প্রায় ৩০ শতাংশ রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সে কারণেই এই উদ্যোগ।
পাশাপাশি আধার সংযুক্তিকরণ এর জটিলতার কারণে কোনো গ্রাহক যাতে রেশনে খাদ্যশস্য পাওয়া থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে আগামী তিনমাসের জন্য ‘নমিনি’ ব্যবস্থাও চালু করা হয়েছে। যে গ্রাহকদের আধার হয়নি, সংযুক্তিকরণে সমস্য হচ্ছে তাঁরা ১৫ নম্বর ফর্ম পূরণ করে নমিনি রাখতে পারবেন।
দুর্যোগের পূর্বাভাসে পরিবর্তিত মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর
তবে নমিনির একই রেশন ডিলারের দোকানে কার্ড থাকতে হবে। গ্রাহকের পরিবারের একজনের উপস্থিতিতে নমিনির আধার নম্বর রেশন দোকানের ই-পস যন্ত্রে যাচাই করে খাদ্য শস্য সংগ্রহ করতে পারবেন।
এদিকে আধার যাচাই ব্যবস্থা বাধ্যতামূলক করা, দুয়ারে রেশন কর্মসূচি চালুর বিরোধিতা করে আজ সোমবার জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ফোরাম মিছিল ও প্রতিবাদ সভা করবে। ডিলারদের দুটো মিছিল ধর্মতলায় আসার পর রানি রাসমণি রোডে সভা হবে।