Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়,ভর্তি হাসপাতালে
দ্য কোয়ারি ওয়বেডেস্কঃ করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতেই মৃদু উপসর্গ নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
গত বছরের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। তারপরেই চলতি বছরে ২ জানুয়ারি হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মহারাজ।
পরিবার সূত্রে জানা যাচ্ছে দিন কয়েক ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। সোমবার সকালে হালকা অসুস্থ বোধ করায় হাসপাতলে প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছিলেন সৌরভ। সেখানেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষা করা হলেও সেখানেও রিপোর্ট পজেটিভ আসে। তারপরই তড়িঘড়ি তাকে উডল্যান্ড হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। তবে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছে হাসপাতাল।
Omicron: সংক্রমন বাড়লে ফের কঠোর বিধিনিষেধ, নবান্নে বার্তা মমতার
আপাতত আইসোলেশনে হাসপাতালেই থাকবেন নাকি বাড়িতে চলে আসবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিবার সূত্রে জানা যাচ্ছে চিকিৎসকের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য গত কয়েকদিনে সৌরভ দেশ এবং বিদেশের বেশ কয়েকটি শহরে সফরে গিয়েছিলেন। সবশেষে তিনি মুম্বাই থেকে ফিরেছিলেন। সেই সূত্রে তার করোনা সংক্রমণ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।