বুদ্ধবাবুর ফোনেই মত বদলালেন অশোক, শিলিগুড়িতে লাল পতাকায় স্বপ্ন বুনছে বামেরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আস্থা সেই অশোকেই। শিলিগুড়ির পুরভোটকে পাখির চোখ করে সত্তরোর্ধ্ব অশোক ভট্টাচার্যকে প্রধান মুখ হিসেবে বেছে নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপাতে চলেছে বামেরা। জানা গিয়েছে, বিগত পুরভোটে জয় পাওয়া ছয় নম্বর ওয়ার্ডেই প্রার্থী হচ্ছেন তিনি। তৃণমূল এবং বিজেপিকে রুখতে আগেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হেঁটেছে বামেরা। এবার অশোককে ঢাল করে শিলিগুড়ি পুরনিগম দখলের পথে মরিয়া বামেরা। তবে শেষ হাসি কে হাসবে তা অবশ্য সময় বলবে।
আসন্ন পুরভোটে একদিকে যেমন সত্তরোর্ধ্ব অশোককে মুখ করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়েছে বামেরা ঠিক উলটোদিকে তরুণ-তুর্কীতেও আস্থা রাখা হয়েছে লাল শিবিরের তরফে। অশোক ভট্টাচার্যের কথায়, বর্তমান রাজনৈতিক পরিস্থতির নিরিখে রাজ্য কমিটির নির্দেশ মোতাবেক ভোটে লড়াই করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন তিনি।
একুশের ভরাডুবির পর স্ত্রী-বিয়োগ। স্বাভাবিকভাবেই খানিকটা মুষড়ে পড়েছিলেন সত্তরোর্ধ্ব অশোক। আর তাই আসন্ন পুরভোট থেকে সরে দাঁড়ানোর কথা স্পষ্ট করেছিলেন প্রাক্তন মেয়র। যদিও শেষ লগ্নে সিদ্ধান্ত বদল করলেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।
বাঁধ ভাঙা নোনা জলে ডুবে যাওয়া জমিতে মাথা দোলাচ্ছে সোনালী ধান
সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফোন পাওয়ার পরই সিদ্ধান্ত বদল করেন। রবিবার সকালে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে ফোন যায় অশোক ভট্টাচার্যের কাছে। ফোনের অপর প্রান্তে খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ফেলতে পারেননি প্রবীন বান নেতা অশোক ভট্টাচার্য।কথা দিয়েছেন শিলিগুড়ি থেকেই প্রার্থী হবেন তিনি।
অশোক ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্য কমিটি থেকে আমাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছিল। আমি ভোটে না লড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছি। বাকিটা দল ঠিক করবে। একটা কথা বলতে পারি, এই কঠিন পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষ চান না আমি ভোটের লড়াই থেকে দূরে সরে যাই। অশোক ভট্টাচার্যের এই আশ্বাস নতুন করে অক্সিজেন যোগাচ্ছে বাম শিবিরকে,তা নিঃসন্দেহে স্পষ্ট।