বর্ষবরণে বৃষ্টিপাত ! কবে জাঁকিয়ে শীত? জানাচ্ছেন আবহবিদরা…
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি কলকাতাবাসী। দিকে দিকে সেলিব্রেশনের প্রস্তুতি প্রায় তুঙ্গে। তবে শীত উধাও। উত্তরবঙ্গে তুষারপাতের ছবি দেখেই আপাতত দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি নিচ্ছেন আমজনতা।
এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বুধবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
তাহলে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনেও কি বৃষ্টিপাতের সম্মুখীন হবেন রাজ্যবাসী? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বছরের শেষ দিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। জাকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন না সাধারণ মানুষ।
দুয়ারে সরকার শিবির থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা রাজ্যের
আবহাওয়াবিদরা জানাচ্ছেন নতুন বছরের জানুয়ারি মাসেই পারদ পতন হবে বেশ খানিকটা। সেইসঙ্গে পূর্বাভাস বছরের শুরুতেই শীতের ঝড়ো ইনিংস চলতে পারে বেশ কয়েক দিন।
আপাতত কয়েক দিন সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে পূবালী হাওয়ার দাপট কমিয়ে ফের উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। ফলে নতুন করে বছরগুলি আরো একবার যাকে ঠান্ডা অনুভব করতে পারবেন কলকাতাবাসী।