রাজ্যে করোনা সংক্রমনের শীর্ষে কলকাতা, ১০ টি ওয়ার্ডের রিপোর্ট উদ্বেগজনক
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে শহর ঘেঁষা বিভিন্ন জেলা। দূরবর্তী জেলার পুরসভা গুলিও অবশ্য পিছিয়ে নেই। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর পুর এলাকা গুলিতেই সংক্রমনের হার বেশি।
এবার তাই রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে করোনা সংক্রমনের এলাকা ভিত্তিক তথ্য ভান্ডার তৈরি করা হচ্ছে কলকাতার কোন কোন অংশে গত এক সপ্তাহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তার তালিকা তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
পাশাপাশি জেলাগুলির কোন কোন পুরসভা ও ব্লকে গত এক সপ্তাহে সংক্রমণ অত্যধিক হারে বেড়েছে তারও আলাদা তালিকা তৈরি করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী কলকাতার ৬৯ নম্বর ওয়ার্ড এলাকায় গত সপ্তাহে সর্বাধিক মানুষ সংক্রমিত হয়েছেন।
ওই ওয়ার্ডের বেক বাগান রোড বালিগঞ্জ সার্কুলার রোড সহ কয়েকটি অংশে করোনার সংক্রমণ বৃদ্ধি সর্বাপেক্ষা উদ্বেগজনক। কলকাতার মোট ১০ টি ওয়ার্ডে সংক্রমণের হার সর্বাধিক আশঙ্কাজনক বলে ওই সমীক্ষায় উঠে এসেছে।
১০,৩১,৬৩,৬৭,৭৪,৮১,৯২,৯৩,১০৭নম্বর ওয়ার্ড সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।